জাতীয় বিশ্ববিদ্যালয় আজ সম্পূর্ণরুপে সেশনজট মুক্ত বলে দাবি করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর হারুন-অর-রশিদ। শনিবার সকাল এগারোটায় আইডিয়াল কলেজ ধানমন্ডির কৃতী ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করে।

তিনি বলেন,  ২৮ লাখ শিক্ষার্থী ও প্রায় ৬০ হাজার শিক্ষকের সমন্বয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আজ সময়ের কোর্স সময়ে শেষ হচ্ছে। আগে দুই থেকে তিন বছরের সেশনজটে পরতে হতো। শুধু সেশনজট নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ অপরাপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে মেধায় কোন দিক দিয় কম নয়। দেশের বাইরে স্কলারশিপ নিয়ে তারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাচ্ছে আজ হরহামেশায়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন আহম্মেদ এর সঞ্চালনায় কলেজ গভর্নিং বডি’র সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মুজিবুর রহমান, গভর্নিং বডির সদস্য মেজবাহ উদ্দিন আহমেদ রতন, আলম তাজ আলো, মহসিন মিয়া ও মাফফুজুর রহমানসহ প্রমুখ।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।