জিকরুল হক, উত্তরাঞ্চল সংবাদদাতা;  নীলফামারীর সৈয়দপুরে গতকাল রবিবার করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীমের ভাগ্নে আমিরুজ্জামান বাবু (৫২)।

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিনই সকালে শহরের নতুন বাবুপাড়ার হাজী কলোনী মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক দূরত্ব মেনে হাতীখানা কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ছিলেন শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা। মৃত্যুকালে মরহুম বাবু এক স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, পপুলার ল্যাব এন্ড মিশন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. দেলোয়ার হোসেন, মৎস্যজীবী লীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আশরাফুল হাসান মামুন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সভাপতি আজম আলী সরকার, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জাহিদ, সাংগঠনিক সম্পাদক জিকরুল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন প্রমুখ।

আমাদের বাণী ডট কম/০৫ জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।