জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; জেলার  সৈয়দপুরে দুঃস্থ পরিবারের ক্ষুদে স্কুল শিক্ষার্থীদের দেয়া হলো ঈদ সামগ্রী উপহার। শহরের আটকেপড়া পাকিস্তানী ক্যাম্প দুর্গামিলের শিশুদের দেয়া হয় এসব সামগ্রী।

মঙ্গলবার সন্ধ্যায় ইউনাইটেড ইংলিশ স্কুল চত্বরে ওইদিন ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেয়া হয় ওইসব উপহার সামগ্রী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা মো. সাহিদ হোসেন তাজ। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন মৎস্যজীবী লীগ পৌর শাখার সাধারণ সম্পাদক আশরাফুল হাসান মামুন তালুকদার। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফাহিম আলম মিতুল, মো. সজীব, মৎস্যজীবী লীগ নেতা মো. রহমত আলী, মো. নবাব, মো. হাসিম ও মো. রেজওয়ান। এদিনের ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, লাচ্ছা, মাস্ক, মেহেদি ও জুস।

ইউনাইটেড ইংলিশ স্কুলের অর্থায়নে ওইসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় বলে আয়োজক মো. সাহিদ হোসেন তাজ জানিয়েছেন।

আমাদের বাণী ডট/২০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।