জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; জেলার  সৈয়দপুরে স্থায়ী পাইকারী সবজি বাজার চালু করতে পৌরসভার নির্দেশনা অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

আজ রবিবার (১৪ জুন ২০২০) সৈয়দপুর পৌর পাইকারী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়। অন্যথায় প্রশাসনের সিদ্ধান্ত কার্যকর করতে কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়ার ঘোষণা দেয়া হয়।

শহরের কয়া মিস্ত্রীপাড়া বাইপাস সড়কে অবস্থিত পাইকারী সবজি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান লিটন।

বক্তব্যে বলা হয়, করোনা পরিস্থিতিতে শহরে জনসমাগমসহ যানজট এড়াতে গত ২১ এপ্রিল উপজেলা প্রশাসন পাইকারী সবজি বাজার বাইপাস সড়কে নির্মিত বাজারে স্থানান্তর করে। পরবর্তীতে গত ৮ জুন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাইপাস সড়কের স্থানান্তর পাইকারী সবজি বাজার স্থায়ীভাবে চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে সকল পাইকারী ব্যবসায়ীদের বাইপাস সড়কে অবস্থিত বাজারে আড়ত সরিয়ে নেয়ার নির্দেশ জারি করে। কিন্তু কতিপয় ব্যবসায়ী পৌরসভার এ নির্দেশ উপেক্ষা করে পূর্বের নয়াবাজারে আড়ত চালু রাখেন। এমনকি তারা প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল করেন। যা প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধাচারণের সামিল।

সংবাদ সম্মেলনে বাইপাস সড়কে স্থায়ী বাজার চালুর প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়। অন্যথায়, তারা প্রশাসনের সিদ্ধান্ত কার্যকর করতে আন্দোলনে নামবেন বলে ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য বলেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফায়েল মোহাম্মদ আজম ও বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম সিদ্দিক প্রমুখ।

এ সময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন বজলার রশীদ বাবলু, আলহাজ্ব লুৎফর রহমান, আলহাজ্ব কুদ্দুস মন্ডল, মোস্তফা মারুফ বিন কবীর, সাজিদ, আরমান, সামসু, সামাদ, মোহন, হাজী সুজন, হাজী সাজু, মো. আলতাব প্রমুখ।

আমাদের বাণী ডট কম/১৪জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।