নিজস্ব সংবাদদাতা, পাবনা; বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দিনভর অনশন করেছে এক স্কুলছাত্রী। পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।

অনশনরত ওই কিশোরী স্থানীয় ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।প্রেমিক আশরাফুল আলম চৌধুরী (২৮) একজন প্যারামেডিকেল চিকিৎসক ও স্থানীয় বাঁধেরহাট বাজারের মা ফার্মেমির স্বত্বাধিকারী।

ভুক্তভোগী ঐ স্কুল ছাত্রী জানায়, বাঁধেরহাট বাজারে আলমের ফার্মেসিতে মাঝেমধ্যেই সে ওষুধ কিনতে যেত। সেই সুবাদে ওই যুবকের সঙ্গে পরিচয় ও একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে গড়ায়। এই সম্পর্কের জেরে গত দুই বছর ধরে তার দুর্বলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু কয়েকদিন থেকে ওই ছাত্রী তাকে বিয়ের কথা বললে আলম তাতে অস্বীকৃতি জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার (২১ মার্চ ২০২০) দুপুর থেকে আলমের বাড়িতে অনশন শুরু করে ওই স্কুলছাত্রী। এদিকে প্রেমিকার অনশনের খবর পেয়ে প্রেমিক আলম দোকান থেকেই পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী কিশোরীকে নিয়ে তার বাড়িতে বাবা-মায়ের কাছে দিতে গেলে সে বাড়িতে থাকবে না বলে জানায়। প্রেমিক আলম চৌধুরী তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বলেও হুমকি দেয়। ফলে পুলিশ রাতেই তাকে আমিনপুর থানার নিয়ে যায়।

এ ঘটনায় আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, ‘মেয়েটির বয়স কম। তাই বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। আপাতত মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।’

এদিকে রুপপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম উজ্জ্বল মেয়েটির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেয়েটি মিথ্যার আশ্রয় নিয়ে আলম চৌধুরীর বাড়িতে উঠেছিল। আলম চৌধুরী বাঁধেরহাট এলাকার জনপ্রিয় একজন পল্লী চিকিৎসক। এলাকার একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা নাটক সাজিয়ে আলম চৌধুরীকে ফাঁসানোর চেষ্টা করছে। স্থানীয়ভাবে বসে বিষয়টি নিস্পত্তি করা হবে।’

এ বিষয়ে আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, এদিকে দেশে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।  আজ রবিবার (২২ মার্চ ২০২০) বিকালে করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। তবে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৯৭ হাজার ৫৩৮। এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে। বিশ্বব্যাপী এই ভাইরাসে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭৭ জনের।

আমাদের বাণী ডট কম/২২ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।