ভারতের উত্তরখণ্ড রাজ্যের পাহাড়ি এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জনই স্কুলশিশু। এ ঘটনায় আহত হয়েছে আরো আট শিশু।

মঙ্গলবার সকালে প্রথম দুর্ঘটনাটি হয় রাজ্যের তাহির গারহাওয়াল জেলার কাংসালি এলাকায়। স্থানীয় এক সংবাদ মাধ্যম জানায়, শিশুদের বহনকারী একটি স্কুলভ্যান সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে কমপক্ষে নয় শিশু প্রাণ হারায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো আটজন। তাদের হাসপাতলে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পড়া ভ্যানটিতে সবমিলিয়ে ১৪ জন শিশু ছিল।

মঙ্গলবার বাদরিনাথ মহাসড়কের লাম্বাগাদ এলাকায় বাস দুর্ঘটনায় আরো পাঁচজন নিহত হয়েছেন। বাসটির ওপর পাহাড় থেকে একটি বড় পাথরখণ্ড ভেঙে পড়লে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

এখনও বেশ কিছু যাত্রী দুর্ঘটনায় বিধ্বস্ত বাসটিতে আটকা পড়ে আছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটনাস্থলে পুলিশের একটি দলও উপস্থিত রয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।