হবিগঞ্জ সংবাদদাতা; চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ হবিগঞ্জে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯১ জন। এর মধ্যে মারা গেছেন ছয়জন।

আজ শুক্রবার (১০ জুলাই ২০২০) বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে হবিগঞ্জ সদরের ১৪, মাধবপুরের ৭, চুনারুঘাটের ৩, নবীগঞ্জের ৩ ও বাহুবল উপজেলার দু’জন আছেন। এদের মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ১১ এপ্রিল থেকে হবিগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৭ জন ও মারা গেছেন ছয়জন। তবে মারা যাওয়াদের মধ্যে দু’জন ছিলেন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০  জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা   দুই হাজার ২৭৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন  দুই হাজার ৯৪৯ জন । এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল  এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জন ।

আমাদের বাণী ডট কম/১০  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।