জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০১৯ উপলক্ষে নোয়াখালী জেলায় হামদ ও নাত বিভাগে ‘খ’ গ্রুপ থেকে প্রথম হয়েছে মারজান তাবাসসুম মীম।

রবিবার সকাল এগারোটা থেকে নোয়াখালী জিলা স্কুল এর অডিটোরিয়াম ও বিভিন্ন কক্ষে নয়টি উপজেলার প্রথম স্থান অর্জনকারীদের নিয়ে বিভাগীয় পর্যায়ের অংশ গ্রহনের লক্ষ্যে কোরান তেলাওয়াত,হামদ নাত,সঙ্গীত,নৃত্য,আবৃত্তি,অভিনয় রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সেই প্রতিযোগীতায় সাংবাদিক জাহাঙ্গীর বাবুর কন্যা মারজান প্রথম স্থান অর্জন করে।

নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার দশম শ্রেণীর ছাত্রী মারজান তাবাসসুম মীম জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে ২১ মার্চ ২০১৯ নোয়াখালী জিলা স্কুলে অনুষ্টিত উপজেলা পর্যায়ের বাছাই পর্বে নোয়াখালী সদর উপজেলায় ‘খ’ বিভাগ থেকে পবিত্র কোরান তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল, এই দুই বিষয়ে প্রথম হয়ে নোয়াখালী জেলায় অংশ গ্রহনের সৌভাগ্য অর্জন করেছিলো।

মীম ২০১৩ এবং ২০১৬ শিশু একাডেমী থেকে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে পবিত্র কোরান তেলাওয়াতে প্রথম স্থান এবং জাতীয় পর্যায়ে ২০১৩,২০১৬ চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছিলো।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।