ডেস্ক রিপোর্ট ঢাকা; স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, ‘ঢাকাসহ দেশের সব বিভাগের হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ফাঁকা রয়েছে। প্রয়োজনে এসব হাসপাতলে রোগী ভর্তির সুযোগ রয়েছে।’

  • আজ শুক্রবার (২৬ জুন ২০২০)   স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকাসহ দেশের সব কোভিড ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১০ হাজার ২৪০টি। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে ৮০টি। অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৫৫টি।

এ ছাড়া ঢাকা মহানগরে করোনা ডেডিকেটেড হাসপাতাল রয়েছে ১৬টি। আর ঢাকা জেলায় রয়েছে একটি করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল। ১৭টি হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে ছয় হাজার ৭৭৩টি। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছে ১৮০টি। এ হাসপাতালগুলোর মধ্যে সাধারণ শয্যায় ভর্তি রয়েছে দুই হাজার ৩৭৫ জন। আইসিইউতে রোগী ভর্তি রয়েছেন ৯৭ জন। অর্থাৎ ঢাকা মহানগর ও ঢাকা জেলার ১৭টি হাসপাতালে সাধারণ শয্যা খালি রয়েছে চার হাজার ৩৯৮টি ও আইসিইউ খালি রয়েছে ৮৩টি।

  • নাসিমা সুলতানা আরো বলেন, সারাদেশে সব বিভাগে সাধারণ শয্যা রয়েছে ১৪ হাজার ৬১০টি। আইসিইউ রয়েছে ৩৭৯টি। সারাদেশের হাসপাতালগুলোতে রোগী ভর্তি রয়েছে চার হাজার ৬৯১ জন। আইসিইউ রয়েছে ১৮৩ জন। অর্থাৎ সারাদেশে সাধারণ শয্যা খালি রয়েছে নয় হাজার ৯১৯টি আর আইসিইউ খালি রয়েছে ১৯৬টি।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৬ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৬৬১  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ ।ত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৬৩৮ জন, এনিয়ে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।