বগুড়া সংবাদদাতা; গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন।

আজ শনিবার (১৩ জুন ২০২০)  বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ তথ্য নিশ্চিত করেন।

ডা. শফিক আমিন কাজল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি অবস্থায় শহরের ফুলবাড়ি এলাকার মমতাজুর রহমান (৭০), রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে আসার পথে শহরের মালতিনগরের বিজন কুমার নিয়োগী (৫২), রাত ৯টার দিকে শিবগঞ্জের রহবল এলাকার রাব্বি রহমান (৪৫), রাত ১০টার দিকে শহরের কলোনী এলাকার শামীম আহম্মেদ বুলু (৫৬) এবং আজ শনিবার সকালে পাবনার ইমরান নাজির (৩৬) ও বারপুর এলাকার হারুন অর রশিদ (৭২) মারা যান।’

তিনি বলেন, ‘মৃত ওই ছয়জনের মধ্যে মমতাজুর রহমান, বিজন কুমার নিয়োগী এবং হারুন অর রশিদ করোনা পজিটিভ ছিলো। অন্যরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। শামীম আহম্মেদ বুলু এখানে ভর্তি ছিলেন, মমতাজুর রহমানকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। বিজন কুমার নিয়োগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।’

ডা. শফিক আমিন কাজল জানান, শুধুমাত্র মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৮৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৩ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২  হাজার ৮৫৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন। ৫৯টি ল্যাবে মোট ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি। শনাক্তের হার ২১.১৩। করোনায় নতুন যে ৪৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন।

আমাদের বাণী ডট কম/১৩ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।