দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘শিক্ষার্থীদের জনসম্পদে তৈরি করতে হবে, জন-আপদে যেন পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে’। তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে অবশ্যই ছাত্র-ছাত্রীদেরকে মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে হবে। দায়িত্ব সঠিকভাবে পালন না করা অপরাধ। শিক্ষক ব্যবসায়ী ও রাজনৈতিক হতে পারবে না।’

রোববার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৯ সালে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারীতে আনা হয়েছে। ২৬ হাজার স্কুলে সততা সংঘ করেছি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ আমার বাচ্চাদেরকে শ্রেণী কক্ষে শেখাবেন। পাশ করার জন্য স্কুলে পাঠাইনি ,তাকে মানুষ করার জন্য পাঠিয়েছি। কমিউনিটি এনভায়রনমেন্ট ছাড়া মান সম্মত শিক্ষা সম্ভব না। সমস্যা রয়েছে জানি ,এ সমস্যার মধ্য দিয়েই তো আমরা মানুষ হয়েছি। প্রধান শিক্ষকদের বলেন, কেউ আপনাদের চাপ দিলে জেলা প্রশাসককে বলবেন, প্রয়োজনে আমি আসবো সমাধান করবো।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘শিক্ষার্থীদের জনসম্পদে তৈরি করতে হবে, জন-আপদে যেন পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে’। তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে অবশ্যই ছাত্র-ছাত্রীদেরকে মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে হবে। দায়িত্ব সঠিকভাবে পালন না করা অপরাধ। শিক্ষক ব্যবসায়ী ও রাজনৈতিক হতে পারবে না।’

রোববার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৯ সালে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারীতে আনা হয়েছে। ২৬ হাজার স্কুলে সততা সংঘ করেছি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ আমার বাচ্চাদেরকে শ্রেণী কক্ষে শেখাবেন। পাশ করার জন্য স্কুলে পাঠাইনি ,তাকে মানুষ করার জন্য পাঠিয়েছি। কমিউনিটি এনভায়রনমেন্ট ছাড়া মান সম্মত শিক্ষা সম্ভব না। সমস্যা রয়েছে জানি ,এ সমস্যার মধ্য দিয়েই তো আমরা মানুষ হয়েছি। প্রধান শিক্ষকদের বলেন, কেউ আপনাদের চাপ দিলে জেলা প্রশাসককে বলবেন, প্রয়োজনে আমি আসবো সমাধান করবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।