নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে। গত ১৩ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

  •  আজ বুধবার (০৩ জুন ২০২০)  চতুর্থ দফা নমুনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে। গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছেন শাহরিয়ার নিজেই।

শাহরিয়ার জানান, ২১ দিন পর করোনা নেগেটিভ আসলে, এখন শ্বাসকষ্ট নেই। শরীরের ব্যথাও আগের তুলনায় অনেক কমেছে। তবে এখনো হাসপাতালে ভর্তি আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উপপরিচালক।

  • গত ১৩ মে করোনা শনাক্ত হওয়ার পর নিজের বাসাতেই কোয়ারেন্টিনে ছিলেন শাহরিয়ার। গত ২৬ মে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দ্বিতীয় দফা তার নমুনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে। গত ২৭ মে থেকে অসুস্থ হতে শুরু করেন ভোক্তা অধিকারের উপপরিচালক। শ্বাসকষ্ট, শরীর ব্যথাসহ বেশকিছু সমস্যা দেখা দিলে ২৮ মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ ইউনিটে রাখা হয় তাকে। অবস্থার উন্নতি হওয়ায় আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

গত ৩০ মে তৃতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষা করা হয় তার। তাতেও রিপোর্ট পজিটিভ এসেছিল।

এদিকে গত ২০ মে শাহরিয়ারের স্ত্রী তানজিনা সুলতানা এবং মেয়ে তাইফা নূহা আশী (১২) ও ছেলে তানজিন শাহরিয়ার আরিফ (১০) করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা বাসায় কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৩ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০জনে। ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১০৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫১০টি। আক্রান্তের হার ২১.৫৪ শতাংশ।২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৫৯০ জন। সুস্থতার হার ২১.০২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৫ শতাংশমারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৮ জন ও নারী ৯ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন।

আমাদের বাণী ডট কম/০৩ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।