শেয়ার করুনঃ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নাটোর জেলার সমন্বয়ক কমরেড দেবাশীষ রায় এর গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে- বগুড়ায় বিক্ষোভ করেছে দলটির বগুড়া শাখা৷
শুক্রবার বিকাল ৫ টায় শহরে মিছিল শেষে সাতমাথায় সমাবেশ আনুষ্ঠিত হয়৷
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, বক্তব্য রাখেন জেলা সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, সহ-সভাপতি পলাশ বর্মন প্রমূখ৷

ছবি; আমাদের বাণী
সমাবেশে নেতৃবৃন্দ বলেন গত ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন দমন করতে মিথ্যা মামলা দায়ের করেন পুলিশ আর ১৯ সালে এসে সেই মামলায় পুলিশ গ্রেফতার করলেন বাসদ নেতা দেবাশীষ রায়কে নেতৃবৃন্দ এই গ্রেফতারের নিন্দা জানান এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন৷
উল্লেখ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সান্ধ্যকালীন কোর্স বাতিলের আন্দোলন চলাকালীন সময়ে সহিংসতা সৃষ্টির অভিযোগে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নাটোর জেলা কমিটির সমন্বয়ক দেবাশিষ রায়কে গ্রেফতার করেছে নাটোর থানা পুলিশ। ২৯ মার্চ শুক্রবার নাটোর পালপাড়া সংলগ্ন নিজ বাড়ি থেকে নাটোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সান্ধ্যকালীন কোর্স বাতিলের আন্দোলন চলাকালীন সময়ে আন্দোনল দমন করতে। তার বিরুদ্ধে মতিহার থানায় জি/আর ৭৭/১৪ মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে৷
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
Facebook Comments
শেয়ার করুনঃ