আমাদের বাণী ডেস্ক, ঢাকা;  বিশ্বে হুহু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের সাড়ি। তবে সিঙ্গাপুরে করোনায় কেউ মারা না গেলেও প্রতিনিয়ত বাড়ছের এর আক্রান্তের সংখ্যা।  সিঙ্গাপুর করোনাার প্রাদুর্ভাবের প্রথম দিকে কিছুটা নিরাপদ থাকলেও বর্তমান অবস্থা ভিন্ন। দেশটিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিল শুরু না হলেও দেশটিতে লাশের লম্বা লাইন জমবে তা ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে প্রবাসীদের লাশের লাইন র্দীর্ঘ হতে পারে অর্থনীতিতে বিশ্বের এক নম্বরে থাকা দেশটিতে। সিঙ্গাপুরে প্রবাসীদের মাঝেই করোনা ছড়াচ্ছে বেশি।

সর্বশেষ খবর অনুযায়ী, আজ বুধবার (০৮ এপ্রিল ২০২০) নতুন ৫৬ রোগীসহ এ পর্যন্ত ২৪৪ জন বাংলাদেশি প্রবাসী সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ৫ প্রবাসী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলা হয়েছে।

সিঙ্গাপুরে অভিবাসী কর্মীদের আলাদা বাসা নিয়ে থাকার অনুমতি নেই। তাদের বসবাস করতে হয় ডরমেটরিতে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার চারটি ডরমেটরি লকডাউন করে দিয়েছে। এই ডরমেটরিগুলোতে প্রায় ৩০ হাজার প্রবাসী বসবাস করেন।

ডরমেটরিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে জানা গেছে, সেখানকার টয়লেট, কিচেন, যৌথ ডাইনিং থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা আছে। কেউ আক্রান্ত হলে খুব সহজে অন্যরাও সংক্রমিত হতে পারেন।

সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের সেফটি এবং হেলথ কর্মকর্তা মো. আরিফ উল্লাহ বলেন, এ সময় আমাদের কারো শারীরিক অসুস্থতা গোপন করা উচিত নয়৷ অসুস্থ হলে সাথে সাথে ডাক্তার দেখানো উচিত। নিয়ম মেনে চললে ভাইরাসটি থেকে রক্ষা পাওয়া সম্ভব।’

সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২৩ জন। আজ বুধবার দেশটিতে রেকর্ড ১৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ৪০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃতের সংখ্যা ৬, নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে  ৫৪  জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ২১৮  জনে। নতুন করে আরও ৩  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২০ জনে। মোট ২১৮ জন আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন আর মারা গেছেন ২০ জন সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৬৫ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।