ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনাভাইরাসে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮২ জন শিক্ষক আক্রান্ত হয়েছেন। আর শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত মারা গেছেন ১২ জন শিক্ষক। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা দুর্যোগে মারা যাওয়া শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান মহাপরিচালক।

মহাপচিালক জানান, এ পর্যন্ত (৩১ জুলাই) প্রাথমিক বিদ্যালয়ের ৫৮২ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। আর একজন কর্মকর্তা, একজন স্টাফ এবং ১২ জন শিক্ষকসহ মোট ১৪ জন মারা গেছেন।

দুর্যোগের সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও সাবধানে থাকার আহ্বান জানান তিনি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (০২ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন। ৩ হাজার ৬৮৪ টি নমুনা পরীক্ষায় এ তথ্য মিলেছে। দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

আমাদের বাণী ডট কম/০২ আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।