আইপিএল মরশুম শুরু হওয়ার পর শাকিব-আল হাসানকে NOC দিতে অস্বীকার বিসিবির। একই সমস্যা লিটন দাস (Litton Das), মুস্তাফিজুরের ক্ষেত্রেও। এমনকী তাস্কিন আহমেদকে এক ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলেও তাঁকে অনাপত্তি পত্র না দেওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনড় মনোভাবের জেরে এবার সেদেশের ক্রিকেটাররাই সমস্যায় পড়তে পারেন। এমনকী, আগামী আইপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা জারি হতে পারে শাকিব, লিটনদের উপর।ICC Cricket World Cup
আরোও পড়ুন:- সাকিবের বল না করার কারণ হিসেবে যা বললেন তাইজুল
আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ক্রিকেটারদের আইপিএল (IPL 2023) খেলার ক্ষেত্রে অসহযোগিতা করছে, সেটা মেনে নিতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। আইপিএল কর্তৃপক্ষও অখুশি। শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে বিসিসিআইকে (BCCI) বিষয়টি জানাবে আইপিএল কর্তৃপক্ষ। তারপর বাংলাদেশ ক্রিকেটারদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা হতে পারে। বিশ্বের তাবড় তাবড় বোর্ড যখন ক্রিকেটার ছাড়ছে, তখন বাংলাদেশ বোর্ড কেন এত গড়িমসি করছে? বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের অন্দরেও ক্ষোভ রয়েছে।
এই প্রথম নয়, আগের আইপিএলেও একইভাবে ক্রিকেটারদের আটকে দিয়েছিল BCB। যার জেরে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার গত বছর দল পাননি। ফ্র্যাঞ্চাইজিগুলির বক্তব্য, বাংলাদেশ ক্রিকেটাররা যে গোটা টুর্নামেন্ট খেলতে পারবেন না, সেটা আগে জানিয়ে দিলেই হত। সেক্ষেত্রে ক্রিকেটারদেরও নাম নথিভুক্ত করা উচিত নয়। এভাবে টুর্নামেন্টের মাঝপথে দলগুলিকে বিপদে ফেলা কেন? ফ্র্যাঞ্চাইজিগুলি এতটাই ক্ষুব্ধ যে, আগামী মরশুমে বাংলাদেশ ক্রিকেটারদের সই করানোর উপর অঘোষিতভাবে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করা হচ্ছে। সেটা হলে আখেরে বাংলাদেশ ক্রিকেটারদেরই লোকসান।ICC Cricket World Cup
আরোও পড়ুন:- প্রথম ম্যাচেই দুর্ধর্ষ ব্যাটিং, নয়া রেকর্ডের শীর্ষে কিং কোহলি
বোর্ডের এই মনোভাব নিয়ে বাংলাদেশ ক্রিকেটারাও বিরক্ত। উদ্বেগ রয়েছে সে দেশের ক্রিকেট মহলে। বিশ্বকাপের (ICC Cricket World Cup) বছরে ভারতীয় বোর্ডের সঙ্গে অকারণ ঝামেলা, মোটেই ভালভাবে নিচ্ছে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তাছাড়া, আইপিএলে খেলার সুযোগ তো বেশি ক্রিকেটার পান না। এ হেন টুর্নামেন্টে ক্রিকেটাররা খেললে আখেরে তো লাভ হত বাংলাদেশ ক্রিকেটেরই। বলছেন প্রাক্তনরাও।