জামালপুর সংবাদদাতা; জেলায় নতুন করে আরও১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে একজন ইতোমধ্যে মারা গেছেন। এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫ জনে।

  • গতকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২০)  দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ছয়জন, সরিষাবাড়ীতে পাঁচজন, ইসলামপুরে চারজন ও মেলান্দহে তিনজন। এদের মধ্যে তিনজন নারী ও ১৫ জন পুরুষ।

  • জানা গেছে, ৭ জুন মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে উপসর্গ নিয়ে ৬৫ বছর বয়সী সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মজনু মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ওই নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার দেহে করোনাভাইরাস পজিটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে সরকারি স্বাস্থ্যবিভাগের দুজন ডিপ্লোমা চিকিৎসক (স্যাকমো), হাসপাতালের একজন ওয়ার্ডবয়, বেসরকারি কোম্পানীর ওষুধ বিক্রয় প্রতিনিধি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের দুজন ছাত্র, পল্লীবিুদ্যৎ সমিতির লাইনম্যান, ব্যবসায়ী ও সাধারণ পরিবারের লোকজন রয়েছেন।

  • এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস বলেন, ১১৭টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। জামালপুরে আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ভর্তি আছেন ৩৪ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১৬৮ জন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।

আমাদের বাণী ডট কম/১২ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।