Shadow

ট্যাগ: ‘শরতে গুচ্ছ মেঘ’

‘শরতে গুচ্ছ মেঘ’

‘শরতে গুচ্ছ মেঘ’

সাহিত্য
শরতে গুচ্ছ মেঘ নাসিমা হক মুক্তা অচেনা এক আবেগ শরত কুলের ফুসফুসে ঘাড় গুঁজে নিঃশব্দে দোল খায়। তীব্র অভিকর্ষের টানে শস্যের ডগায় পুঁতে সঙ্গম- একঝাঁক সাদা মেঘের দল অন্ধ গলি- ঘুঁজে তৃষার্ত চৌরাস্তায়; মাঠ-ঘাট আগাছা পিঠ ছড়ে লাজের ভাঁজে সারি সারি চারা ঘাস মুখ খুলে - সুবিস্তীর্ণ ফলের বাগানে। বর্ষার স্যাঁতসেঁতে জলের পূর্ণতা অসংখ্য সবুজ চারা - বনভূমি দুগ্ধবতীর দানে বৃক্ষ ফলবান, শস্যের উর্বরতা বেঁচে খায় - রক্তমূল্যে। প্রকৃতির ব্যথিত স্বপ্নের গাল বেয়ে মুক্তোর রিনিকঝিনিক খেলে উত্তর বাতাস সৈকতের জোয়ার দক্ষিণে এসে পল্লীবধুর আঁচলে ঢেউ তুলে- দুমুঠো মুধভাতের থালা নিশ্চিত কয়েক মাসের খোরাক।। শরত যায়  - গুচ্ছ মেঘের সাথে মানুষ ছুটে অনন্তে অন্য কোন সুখের রাতে।।