শামীম আলম, জামালপুর জেলা সংবাদদাতাঃ  জামালপুরে তৃতীয় দফায় যমুনাসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আবারও পানি বৃদ্ধির ফলে চরম দুর্ভোগে রয়েছে পানিবন্দী ১০ লাখ মানুষ।

আজ সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

জেলা প্রশাসনের হিসাবে জেলার ৭ উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫৯টি ইউনিয়নই বন্যা কবলিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করেছে ৮টি পৌরসভার সবগুলোতে। সব মিলে পানিবন্দি রয়েছে ১০ লাখ মানুষ। প্রায় এক মাস ধরে পানিবন্দী অবস্থায় থাকায় দুর্গতদের মাঝে ছড়িয়ে পরছে পানিবাহিত রোগ। প্রশাসনের পক্ষ থেকে ত্রান বিতরন করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।