বান্দরবানের থানছি আলীকদম সড়কে যাত্রীবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে  ২ জন নিহত ও কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে থানছি- আলীকদম সড়কের ১৭ কিলোমিটার নামক স্থানে আলীকদম থেকে যাত্রী নিয়ে থানছি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জীপ গাড়ি উল্টে গেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. দিদার (২৩) ও আবু তালেব (২৪)।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন আবু তাহের, মো. জয়নাল, মো. কায়সার, মো. আলী, আব্দুর রহিম, জোবাইর, রেজাউল করিম,মোঃশহিদুল, মো. জাফর আহম্মদ, আবু তালেব, আব্দু রশিদ, মোঃজিয়াবুল, নুর সালাম, মো. জুনু। এদের সবার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এলাকায়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, একটি জিপে করে ১৫ জনের যাত্রী আলীকদম থেকে ডিম পাহাড় সড়ক হয়ে থানছি যাওয়ার পথে ১৫ কিলোমিটার নামকস্থানে জিপটি নিয়ন্ত্রণ হারায়। এটি উঁচু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে নেমে যায়। এ সময় চাপা পড়ে ঘটনাস্থলে একজন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।

খবর পাওয়ার পর দমকল বাহিনী, স্থানীয় লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব উদ্দীন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত সময়ে ঘটনাস্হলে পৌঁছে আহত দের উদ্ধার করে।

আলীকদম উপজেলা সরকারী হাসপাতালের চিকিৎসক ডা: শহিদুর  রহমান জানান আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংখা জনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।