জাহাঙ্গীর হাসান সুমন, লেবানন সংবাদদাতাঃ মো: সাদ্দাম মজুমদার (৩৩) নামের এক লেবানন প্রবাসী আড়াই মাস চিকিৎসাধীন পর গত রাতে এই চলে গেলেন না ফেরার দেশ।। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের মো. বিল্লাল মজুমদারের ছোট ছেলে সাদ্দাম মজুমদার।

নিহত সাদ্দাম গত মে মাসের মাঝামাঝি লিভার সমস্যা জনিত কারনে রাবেয়া সার-হাল হাসপাতালে ভর্তি হন। পরপর তিনবার অপারেশনের পরও তার অবস্থা শঙ্কামুক্ত না হওয়ার ফলে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ধীরে ধীরে অবস্থা অবনতির দিকে গেলে নিভীর পর্যবেক্ষনের রাখা হয় তাকে। অবশেষে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যান নাফেরার দেশে।

এদিকে অসুস্থ অবস্থায় তাকে দেশে প্রেরনের সকল ব্যবস্থাও করা হয়েছিলো বলে জানান তার সহকর্মী মোঃ রাসেল। আজকের টার্কিশ এয়ারলাইনস এর একটি ফ্লাইটে একজন ডাক্তার ও একজন নার্স সহ দেশে যাওয়ার কথা ছিলো তার। জীবন -জীবিকার তাগিদে ও সংসারের একটু সচ্ছলতা আনতে গত তিন বছর আগে বৈধ ভিসা নিয়ে লেবাননে আসেন সাদ্দাম । সে সাব-কন্ট্রাক নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।নিহত মরদেহ রাবেয়া সার-হাল হাসপাতালে মর্গে রাখা আছে। অপরদিকে তার মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

আমাদের বাণী ডট কম/২৮ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।