রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) আয়োজনে ৪ দিন ব্যাপী আয় বৃদ্ধিমূলক কাজের দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী খাল পাবসস কার্যালয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত।
ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (জাইকা) এর অর্থায়নে প্রাণী সম্পদ, শাক-শবজি ও মৎস্য বিষয়কের উপর এই প্রশিক্ষণটি শুরু হয়। দক্ষিণবাড়ী খাল পাবসস লিমিটেড এর ৪০ জন উপকার ভোগী মহিলা ও পুরুষ এ প্রশিক্ষণে অংশ গ্রহন করে।
প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, ভেটেনারী সার্জন শাহিনুর রহমান।
প্রশিক্ষণটি ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]