বরিশালের আগৈলঝাড়ায় মহাসড়কের পাশে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানার ওসি (তদন্ত) নকিব আকরাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার দুপুর দেড়টার দিকে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে কুয়াতিয়ারপাড় এলাকায় একটি ডোবা থেকে আনুমানিক ৪০-৪২ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেন । এসময় স্যান্ডো গেঞ্জি পরিহিত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিহিত জিন্সের পকেটে থেকে ৬ শতাধিক টাকার নোট, খুচরো টাকা ও কয়েন, ৫টি ঔষধের ভায়েল, চকলেট ও ম্যাচ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় সোমবারই থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করে পোস্টমর্টেমেরে জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]