বরিশালের আগৈলঝাড়ায় পৈতৃক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহত ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উভয়পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের আলাউদ্দিন ফড়িয়ার সম্পত্তি নিয়ে তার দুই ছেলে আলম ফড়িয়া ও রুবেল ফড়িয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে বুধবার সকালে আলম ফড়িয়া ও রুবেল ফড়িয়ার মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয়পক্ষের আলম ফড়িয়া, তার স্ত্রী জহুরা বেগম, পিতা আলাউদ্দিন ফড়িয়া, রুবেল ফড়িয়া, রহমান ফড়িয়া, রুবেলের স্ত্রী তাজিয়া বেগমসহ ৬ জন আহত হয়েছে। আহত ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]