আন্তর্জাতিক মানে নিতেই জিপিএ ৪ স্কেলে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শুক্রবার (১৪ জুন) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে ২০১৯-২০ অর্থবছরের বাজেট নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, সারাবিশ্বে উচ্চশিক্ষার ক্ষেত্রে জিপিএ–৪ স্কেলে হয়ে থাকে। আমরাও সেই সঙ্গে তাল মিলিয়ে এসএসসি লেভেল থেকে জিপিএ–৫ স্কেলের পরিবর্তে তা জিপিএ ৪ স্কেলে করার প্রস্তাব রেখেছি।

এ সময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।