Shadow

আম্ফানে লণ্ডভণ্ড রাজশাহীর আম বাগান

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

রাজশাহী সংবাদদাতা;  রাজশাহী অঞ্চলে ঘূর্ণিঝড় আম্ফানে কারণে ডালপালা ভেঙে বহু আম ঝরে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে আম বাগান মালিকরা। ফল গবেষণার সাথে জড়িতরা বলছেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও শতকরা ২০ থেকে ২৫ ভাগ আম নষ্ট হয়েছে।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে লণ্ডভণ্ড রাজশাহী অঞ্চল। ঘূর্ণিঝড় আম্ফানের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমের। ডালপালা ভেঙে পড়ে আছে অনেক আম। করোনার কারণে আম বাজারজাতকরণ নিয়ে চিন্তায় ছিলেন বাগান মালিকরা। এবার মরার ওপর খাড়ার ঘা।

ফল গবেষণার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা জানান, এ অঞ্চলের শতকরা ২০ থেকে ২৫ ভাগ আম পড়ে গেছে। এ অবস্থায় এ বছর আমের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় ‘আম্পান’ এখন দুর্বল হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি স্থল-নিম্নচাপে পরিণত হয়েছে। তার আগে সুপার সাইক্লোন আম্পান কিছুটা শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। পরে সন্ধ্যায় আছড়ে পড়ে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে। আম্পানের তাণ্ডবে দেশের ৯ জেলায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। এদিকে পিরোজপুরে ৪ জন, ভোলায় ২ জন, সাতক্ষীরায় ১ জন, পটুয়াখালীতে ২ জন, যশোরে ৩ জন, চট্টগ্রামে ১ জন, বরগুনায় ১  জন ও ঝিনাইদহে ১ জন ও  রাজশীতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

  শৈলকুপায় গরীবের টাকায় ইউএনও’র থাবা: গৃহনির্মাণ বন্ধ

আমাদের বাণী ডট/২১  মে ২০২০/পিবিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •