Shadow

ইতিহাসে ১ম বার বসলো প্রধান বিচারপতির নেতৃত্বে ভার্চুয়াল আদালত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা; দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ বসেছে।

আজ সোমবার (১৩ জুলাই ২০২০) সকাল সাড়ে ১০ টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যর পূর্ণাঙ্গ বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হয়।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস পর আপিল বিভাগের বিচার কার্যক্রমের শুরুতেই প্রধান বিচারপতি বলেন, ভার্চুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি ভার্চুয়াল কার্যক্রম সফল হলে সপ্তাহে ৫ কার্যদিবসেই আপিল বিভাগ বসবে।

একইসঙ্গে ভার্চুয়ালি কার্যক্রমকে নিয়মিত আদালতের অংশ বলে মত দেন আপিল বিভাগের অন্য বিচারপতিরা।

গত ১০ মে থেকে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ও চেম্বার আদালতে বিচারকাজ চলমান রয়েছে। তবে ভার্চুয়ালি আপিল বিভাগ এদিনই প্রথম বসলো।

  ৫৪ জেলায় ছড়িয়েছে করোনা, কোন জেলায় কতজন (তালিকাসহ)

আমাদের বাণী ডট কম/১৩ জুলাই  ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •