ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল সংগঠন বুননের কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অহিনা মোস্তফা দিপ্তী ও সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রুমি নোমান মনোনীত হয়েছে। গত ৪ এপ্রিল সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যনির্বাহী কমিটি এর অনুমোদন দেয়।
জানা যায়, সংগঠনটি সদস্যদের নিজ কর্মদক্ষতায় অর্জিত অর্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে দান করে থাকে। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ও ক্যারিয়ার বিষয়ক কার্যাবলিও করে থাকে সংগঠনটি।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি শাহাদাত তিমির, সুমাইয়া পারভীন, যুগ্ম সম্পাদক নাদিম মাহমুদ, দপ্তর সম্পাদক নুসরাত জাহান, কোষাধ্যক্ষ সাগর আলী, সাংস্কৃতিক সম্পাদক ইজাবুল বারী, প্রচার সম্পাদক তৌফিক আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাসলিমা পারভীন রিদ্ধি, দিবস ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক সাজেদা আক্তার, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মুর্শিদা খাতুন। এছাড়া কার্যকরি সদস্য হিসেবে রয়েছেন সাদিয়া আফরিন খান, তনিমা তন্বী, আব্দুল্লাহ আল মাসুম, জি.কে সাদিক, নিশাত ইসরাত জাহান, মাইদুল ইসলাম, হামিম রাজ প্রমূখ।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]