এবারের এইচ এস সি পরীক্ষার ফলাফল বিবেচনায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৫ কলেজের সেরা কলেজ বিবেচিত হয়েছে কালুখালী মহিলা কলেজ। ফলাফল বিবেচনায় সবার নিচে রয়েছে কালুখালী সরকারী কলেজ।

কালুখালী মহিলা কলেজে থেকে এ বছর এইচ এস সি পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৮ জন পাশ করে। পাশের হার ৫৬ % । বিগত বছরেও ৬৬ % শিক্ষার্থী পাশ করে কলেজটি উপজেলার সেরা হয়।

দ্বিতীয় অবস্থানে রয়েছে নব গঠিত নূর নেছা কলেজ। নবগঠিত এই কলেজটির পাশের হার ৪০ %। এবছর ওই কলেজ থেকে ২০ জন শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮ জন পাশ করেছে। ফলাফলে তৃতীয় স্থানে মৃগী শহীদ দিয়ানত কলেজ ও জাহানারা বেগম কলেজ। উভয় কলেজের পাশের হার ২৯ %।

সদ্য ঘোষিত কালুখালী সরকারী কলেজের পাশের হার সবার নিচে। কলেজটি থেকে এবছর ৪ শ শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১ শ ১০ পাশ করেছে। পাশের হার সারে ২৭ % । ওই কলেজটির মাত্র ১ জন শিক্ষার্থী এবছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে। বিজ্ঞান বিভাগের পাশের হার ০ % ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।