সরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারীদের ছুটি অনুমোদনের দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ ক্ষমতা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অর্পণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

উপসচিব মুর্শিদা শারমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিকৃত কলেজসমূহের যেসব শিক্ষক-কর্মচারীদের চাকরি এখনো নিয়মিত করা হয়নি তাদের, বহি:বাংলাদেশ ছুটিসহ অতিরিক্ত ভোগকৃত ছুটি, বিনা বেতনে অসাধারণ ছুটি, প্রাপ্যতাবিহীন ছুটি, অর্জিত ছুটি মঞ্জুর, অভোগকৃত ছুটি বাতিল, এমএড ও বিএড কোর্সে ভর্তির অনমিতি প্রদান ইত্যাদি বিষয়ে পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে ক্ষমতা অর্পণ করা হল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।