আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা; কোভিড-১৯ মহামারীর কারণে দক্ষিণ আফ্রিকার মুসলিমরা এবার হজ পালন করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকা হজ ও ওমরাহ কাউন্সিল (এসএইচসি) শুক্রবার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সংগঠন থেকে জানানো হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীতে দক্ষিণ আফ্রিকায় লকডাউন চলার কারণে সব সীমানা ও আর্ন্তজাতিক ফ্লাইট বন্ধ থাকায় দক্ষিণ আফ্রিকা হজ ও ওমরাহ কাউন্সিল হজ পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে হজ ফ্লাইটগুলো ২৮ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে যাওয়ার কথা ছিল। হজযাত্রা বাতিল করায় সবার অর্থ ফেরত দেয়া হবে।
এর আগে করোনাভাইরাসের কারণে হজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই। এমন অবস্থায় সৌদি আরবও এ বছর হজ বাতিল করার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।
তথ্য মতে, করোনার সংক্রমণের আশঙ্কা ও এর ভ্যাকসিন না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়। এছাড়া একই সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাই ও সিঙ্গাপুর। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যে সৌদি সরকার হজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশ এ বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যায়।
এদিকে, বাংলাদেশ হজের প্রস্তুতি নিয়ে রাখলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ।
আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম