Shadow

কক্সবাজারে নতুন করে আরও ৮ রোহিঙ্গার করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

কক্সবাজার জেলা সংবাদদাতা;  জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আট রোহিঙ্গাসহ নতুন করে ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২১ রোহিঙ্গাসহ মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩০৪ জনে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বলেন, ‘করোনা ল্যাবে শুক্রবার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন ২৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।’

এদিকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন ( আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এমআরএইচ ভুঁইয়া জানান, রোহিঙ্গা শিবিরের ২৬টি নমুনা পরীক্ষার মধ্যে আটজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। আক্রান্তদের সাতজন ক্যাম্প-১ এবং একজন ক্যাম্প-২৬ এর বাসিন্দা।

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ২৯৬ রোহিঙ্গার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত সবাইকে আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে।’

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২২ মে ২০২০) তথ্য অনুযায়ী, দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪৩২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হ‌য়েছেন আরও ৫৮৮ জন। এ নি‌য়ে সুস্থ হ‌য়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১৯০ জ‌নে। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে আটজন ও হাসপাতালে আনার পথে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন। তাদের বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ দুইজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।
আমাদের বাণী ডট কম/২২ মে ২০২০/ডিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  অনশনরত অবস্থায় মারা গেলেন পাটকল শ্রমিক