Shadow

করোনায় আক্রান্ত প্রশাসনের ২৪০ কর্মকর্তা, মৃত্যু ১১

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  সর্বশেষ সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।

এ নিয়ে করোনায় প্রশাসনের বর্তমান ও সাবেক মিলে ১১ জন কর্মকর্তার মৃত্যু হলো। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪০ জন কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ও তথ্য ক্যাডারের তিনজন সচিবও রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাঠ প্রশাসনে কর্মরত ১১৯ জন রয়েছেন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিরক্ষাসচিব ছাড়া অন্যরা হলেন দুনীতি দমন কমিশনের উপপরিচালক (উপসচিব) সাইফুর রহমান (৬ এপ্রিল), যুগ্ম সচিব ফখরুল কবীর (৯ জুন), অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কিবরিয়া চৌধুরী (১ মে), অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আ. রশিদ (১৪ মে), অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার (৯ মে), অতিরিক্ত সচিব (পিআরএল) তৌফিকুল আলম (২২ মে), ইপিসিএস কর্মকর্তা মোহাম্মদ আলী (২৩ মে), সাবেক যুগ্ম সচিব ইসহাক ভূঁইয়া (২৮ মে), অবসরপ্রাপ্ত সচিব বজলুল করিম চৌধুরী (৩১ মে), সাবেক যুগ্ম সচিব সরওয়ারী আলম (৬ জুন)।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩০ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৮৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ৬৮৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮২ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৮  হাজার ৪২৬ টি যা গতদিনে ছিল ১৭ হাজার ৮৩৭ টি  । এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬৪০ জনে।

  এবার ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কা

আমাদের বাণী ডট কম/৩০জুন ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •