Shadow

করোনায় ২৪ ঘন্টায় চার জনের মৃত্যু, মোট ১২৮

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

কুমিল্লা সংবাদদাতা; জেলায়  করোনায় আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১২৮জন। আজ  বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য জানিয়েছে। জেলার আদর্শ সদর, নগরীতে, ব্রাহ্মণপাড়ায় ও সদর দক্ষিণে চারজনের মৃত্যু হয়।

সূত্র জানায়, নতুন করে জেলায় নতুন করে ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৬৫ জনে।

সূত্র আরো জানায়, কুমিল্লায় নতুন করে ৬১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে কুমিল্লা নগরীর ৪০ জন, সদর দক্ষিণের চারজন, মেঘনায় পাঁচজন, মুরাদনগরে ও নাঙ্গলকোটে তিনজন করে ও বুড়িচংয়ে ছয়জন। এনিয়ে মোট সুস্থ হয়েছে দুই হাজার ৭১২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে কুমিল্লা নগরীর ১৬ জন, জেলার লাকসামের চারজন, চৌদ্দগ্রামের ২০ জন, মনোহরগঞ্জে, আদর্শ সদরে ও মেঘানার দুইজন করে, নাঙ্গলকোটে ১০ জন, লালমাইয়ে তিনজন, মুরাদনগরে সাতজন ও ব্রাহ্মণপাড়ায় একজন।

বৃহস্পতিবার পর্যন্ত জেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৮১৫ জনের। নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৫৮১ জনের।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৬ জুলাই ২০২০)  দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ২  হাজার ৭৩৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে আর মোট মারা গেছেন ২ হাজার ৪৯৬ জন। ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৮০টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৫৪৮টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৮৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৩৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ।’  ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৯ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৪৯৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৯৭১ জন এবং নারী ৫২৫ জন।’

  স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ছাত্র জোটের মিছিল

আমাদের বাণী ডট কম/১৬  জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •