জিকরুল হক, উত্তরাঞ্চল সংবাদদাতা; নীলফামারীর উত্তরা ইপিজেডে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে কমপক্ষে ৭০ জন বিদেশী ও ২০০ অধিক শ্রমিক কর্মচারী আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এ ঘটনায় আতংকে রয়েছে সেখানে কর্মরত ২৭ হাজার শ্রমিক কর্মচারী। এ রপ্তানিকরণ প্রক্রিয়া অঞ্চলে ৩৮৫ জন চীনা ও জাপানি নাগরিক অবস্থান করে। ২৫টি ফ্যাক্টরীতে এসব বিদেশীরা কাজ করেন।
ইতোমধ্যে ৫টি ফ্যাক্টরী করোনার কারণে বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছে স্থানীয় ৮ হাজার শ্রমিক কর্মচারী। করোনার আগে ৩৫ হাজার শ্রমিক কর্মচারী কাজ করতো। বর্তমানে কর্মে আছে ২৭ হাজার শ্রমিক কর্মচারী। ইপিজেডের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতংকে নীলফামারী জেলার ছয় উপজেলার ২০ লাখ মানুষ পড়েছে দুশ্চিন্তায়।
বিশিষ্টজনরা বলছেন উত্তরা ইপিজেডে ছয় উপজেলার প্রতিটি গ্রাম থেকে কমবেশি নারী ও পুরুষ সেখানে কাজ করে। ওইসব শ্রমিক কর্মচারীরা বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াত করে। কোনভাবেই যে কোন শ্রমিক কর্মচারী করোনা আক্রান্ত হলে তা পরিবার ও পাড়া প্রতিবেশীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়বে। এমন অবস্থায় গোটা জেলার মানুষ আতংকে আছে।
উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. এনামুল হক বলেন, নীলফামারী জেলার সিভিল সার্জনের মাধ্যমে বিদেশীদের করোনা টেস্ট করানো হচ্ছে। এতে করে ফলাফল আসছে করোনা পজেটিভ। আর বিদেশীরা তাদের নিজস্ব তত্ত্বাবধানে ভিন্ন জায়গায় পরীক্ষা করায় ফলাফল আসছে করোনা নেগেটিভ। এমন অবস্থায় উভয় সংকটে রয়েছি।
তার মতে, করোনা ¯্রােতের পানির মত বাধ দিয়ে আটকা আছে। যেকোন সময় বাধ ভেঙ্গে উপচেপড়া পানির মত ছড়িয়ে পড়বে। এজন্য সুরক্ষা আর ভেষজ পদ্ধতি অবলম্বন ছাড়া অন্য কোন পথ খোলা নেই।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সবর্শেষ (২৬ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯২৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২৪ হাজার ৪৫৩। জন, এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৭৯২ জন। ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। গত ২৪ ঘণ্টায় ২২৭৫ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। নতুন করে আরও ৫৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২৮ জনে। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০. ১০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে পুরুষ ৪০ এবং নারী ১৪ জন। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১৭৯২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন। সুস্থতার হার ৫৪.৪৪ শতাংশ।
আমাদের বাণী ডট কম/২৬ জুলাই ২০২০/পিপিএম