Shadow

করোনা: ২৪ ঘন্টায় ৪৫ জন, মোট ১০১৯, মৃত্যু ১৯

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে ৪৫  জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০১৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়েছে ৫২৭ এবং মারা গেছেন ১৯ জন।

আজ সোমবার (৩  জুলাই ২০২০) রাত সাড়ে ১১ টায় সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মোট ৩৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১২৮ টি, মেহেরপুরের ১৪ টি , নড়াইলের ৮৮ টি , চুয়াডাঙ্গার ৩৫ টি এবং ঝিনাইদহের ৯২ টি নমুনা ছিল।যার মধ্যে কুষ্টিয়ার ৪৫ জনের পজিটিভ ফল আসে।

নতুন আক্রান্ত ৪৫ জনের মধ্যে জেলার ভেড়ামারায় ২ জন, দৌলতপুরে ৬ জন, কুমারখালীতে ৫ জন, কুষ্টিয়া সদরে ৩২ জন ।  ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৫ জন, মহিলা ১০ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪৩৪  জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৩৭  জন। মোট ১০১৯ জনের মধ্যে পুরুষ রোগী ৭০৬ , নারী ২৬৮।

উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত; দৌলতপুর ১২৬, ভেড়ামারা ৯৫, মিরপুর ৫৬, সদর ৫৬১, কুমারখালী ১৪৬, খোকসা ৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৩ জুলাই ২০২০) তথ্যমতে, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে আর মোট মারা গেছেন ২ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৫৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪২৩টি। শনাক্তের হার ২৪.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন। সুস্থতার হার ৫২.৬১ শতাংশ। মৃত্যুর হার ১.২৮ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৯ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ১ হাজার ৮৯০ জন (৭৯.০৫%) ও নারী ৫০১ জন (২০.৯৫%)। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে সাতজন, সিলেট বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে একজন, বরিশাল বিভাগের তিনজন এবং রংপুর বিভাগে দুইজন।

  ঠাকুরগাঁওয়ে আরও ৩ জনের ‌করোনা শনাক্ত, মোট ১৯

আমাদের বাণী ডট কম/১৩ জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন


শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •