কলাপাড়ায় এবার ঈদের বিশেষ ভিজিএফ হিসাবে ৬৬ হাজার ৮৬৬ পরিবার পাচ্ছেন ১৫ কেজি করে চাল। সরকারিভাবে এচাল দেয়া হচ্ছে। দরিদ্র পরিবার ঈদে অন্তত দুবেলা দু’মুঠো ভাত যেন পেট পুরে খেতে পারে এজন্য সরকারিভাবে এচাল বিতরণ করা হবে।

ইতোমধ্যে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলনের জন্য ১২ জন চেয়ারম্যান ও দুই জন মেয়রকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ জানিয়েছেন। ঈদের আগে এ চাল যেন যথাযথভাবে দরিদ্র মানুষকে দেয়া হয় এজন্য প্রত্যেক ইউনিয়নে ও পৌরসভায় একজন করে তদারকি কর্মকর্তা নিযুক্ত করেছে উপজেলা প্রশাসন।

তবে চেয়ারম্যানরা জানান, চাল নেয়ার জন্য আলাদাভাবে পরিবহনখাতে কোন অর্থ না দেয়ায় তারা বিপাকে পড়েছেন। দু’একটি ইউনিয়নের চাল ইউনিয়ন পরিষদ কার্যালয় না নিয়ে কলাপাড়া পৌরশহরে বসে বিতরণ করায় দরিদ্র মানুষের আসা-যাওয়ায় এক থেকে দেড় শ’ টাকা খরচ হয়ে যায়। এসব মানুষ তাদের ইউপি কমপ্লেক্স ভবনে বসে চাল বিতরণের দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।