কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) ব্যবসায় অনুষদের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ইনসাইট এর সহযোগীতায় বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে “লিডার্রস টক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় ব্যবসায় অনুষদের পঞ্চম তলায় মার্কেটিং ৯ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও ইসরাত জাহান ইমার সঞ্চালনায় উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেড এর হেড অফ এইচ.আর মোঃ ফয়সাল ইমতিয়াজ খান, রবি আজিয়াটা লিমিটেড এর হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স শারজিল সারওয়ার;ও হেড অফ রিজিওনাল অপারেশন্স সরকার সোহেলসহ রবি আজিয়াটা লিমিটেড এর হাই অফিশিয়ালসগণ।
এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মোকসেদুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বেলাল উদ্দিন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, একাউন্টিং এন্ড ইনফরমেশ সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মেহেদি হাসান, একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস এর সহকারী অধ্যাপক শুভব্রত সাহা এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের লেকচারার এবং ইনসাইটের মডারেটর ফাহাদ জিয়া।
উক্ত সেমিনারে রবি’র হেড অফ এইচ.আর বলেন, “নিজের প্যাশনকে নিয়ে কাজ করতে হবে। যেটা করতে মজা লাগে সেটাকে ক্যারিয়ার হিসেবে নেয়া উচিত।”
এসময় ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। অনুষ্ঠানশেষে ব্যবসায় অনুষদ এবং ইনসাইটের পক্ষে জনাব ফয়সাল ইমতিয়াজ খানকে সম্মাননা স্মারক তুলে দেন ব্যবসায় অনুষদের ডিন মহোদয়।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]