বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য ও সাহিত্য সংস্কৃতি অভিজাত্য আর সেবার তীর্থভূমি কুমারখালী। শত এতিহ্যের চারণভূমি কুষ্টিয়ার কুমারখালীতে হাজার হাজার জ্ঞানী গুনী মহামানবেরা শত শত বৎসর ধরে মানুষের সেবা দিয়ে চলেছেন। সেই ধারাবাহিকতা বা পরম্পরাদের মধ্যদিয়ে কুমারখালীর একঝাঁক কৃতি সন্তান যারা বাংলাদেশের সফল ও আলোকিত মানুষ ও সেবক হিসেবে বিশেষ ভাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন সেই গর্বিত সন্তানদের হাত ধরেই কুমারখালীর উপজেলার দুস্হ দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার প্রয়াস। সে চেষ্টার প্রতিফলন রুপে ২০০৩ সাল থেকে আজ পর্যন্ত অত্যন্ত অন্তরিকতার সহিত কুমারখালী বাসী সেবা দিয়ে চলেছেন কুমারখালীর ওয়েলফেয়ার এসোসিয়েশন।

মূলত এই কুমারখালীর ওয়েলফেয়ার এসোসিয়েশনের মূল উদ্দ্যোক্তরা ছিলেন মোঃ আব্দুল্লাহ, রবিউল হক,কাজী আকতার হোসেন,আকতারুজ্জামান,মরহুম মুসতাক করিম,রবিউল করিম,মমতাজ বেগম,শরীফুল ইসলাম মাসুম,মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, প্রভাষক আব্দুল আউয়াল,প্রভাষক জিল্লুর রহমান জিল্লু, আব্দুর রহমান,ওমর মোর্শেদ টগর।

কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন মূল উদ্দেশ্যই ছিল, আত্মমানবতায় মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষে সেবা দান করা। সে লক্ষেই ২০০৩ সাল থেকে প্রতি বৎসর কুমারখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বই, খাতা, কলম,ব্যাগ,স্কুল ড্রেস,দিনপঞ্জিকা, দুস্হ মহিলাদের জন্য সেলাই মেশিন, দুস্ত দরিদ্র মানুষের জন্য ভ্যান দুস্ত পরিবারে বিবাহের ব্যবস্হা করা, দু্স্হ দের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা এবং বীর মুক্তিযোদ্ধাদের এককালীন সম্মানী ভাতা প্রদান করে থাকে।

এর পাশাপাশি গত তিন বৎসর ধরপ মারাত্মক মরণ ব্যাধি ক্যান্সার এর উপর লেঃ কর্নেল(অব) ডাঃ মোঃ মোফাজ্জেল হোসেন সাহেব কুমারখালীবাসির জন্য সেমিনার করে থাকেন এবং ক্যান্সার উপরে প্রামাণ্য চিত্র প্রর্দশন করে ক্যান্সার প্রতি জন সচেনতা সৃষ্টি করেছেন।

মূলত সেবাই মানুষের পরম ও প্রকৃত ধর্ম। আসুন আমরা কুমারখালীর দরিদ্র দুস্হ, সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ায় । একটি সুন্দর সমাজ গড়ি।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।