কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরে অবস্থিত লিব্যারেইট কোচিং সেন্টারের পরিচালক মোঃ রাশিদুল ইসলামের বিরুদ্ধে এইচ.এস.সি পরীক্ষার্থী এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার দুপুরে স্থানীয় গোলাপনগর বাজারে অবস্থিত লিব্যারেইট কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর গত বুধবার অভিযুক্ত ওই শিক্ষক এলাকাবাসীর তোপের মুখে পড়ে পালিয়ে যায় এবং পরে এলাকাবাসী লিব্যারেইট কোচিং সেন্টারে তালা মেরে দেয়।

জানা গেছে, বুধবার সকালে কয়েকজন শিক্ষার্থী কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে সবাইকে ছুটি দিলেও এইস.এস.সি পরীক্ষার্থী ওই ছাত্রীকে ছুটি দেয়নি অভিযুক্ত শিক্ষক লিব্যারেইট কোচিং সেন্টারের পরিচালক রাশিদুল ইসলাম। পরে কোচিং সেন্টারের দরজা খোলা রেখেই ওই শিক্ষক রুমের এক কোনাই নিয়ে গিয়ে নিজের ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা চালায়। উক্ত কোচিং সেন্টারের এক ছাত্র বিষয়টি দেখে ফেলে স্থানীয় এলাকাবাসীদের জানালে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে।

এব্যাপারে অভিযুক্ত শিক্ষক লিব্যারেইট কোচিং সেন্টারের পরিচালক রাশিদুলের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি বিধায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, এ ঘটনার পরপরই রাশিদুল পালিয়েছে। আমরা কোচিং সেন্টারটি তালা মেরে দিয়েছি।

ব্যাপারে কুচিয়ামোড়া ক্যাম্পের আইসি এস আই হামিদ জানান, ঘটনাটি আমিও শুনেছি। প্রেম ঘটিত ব্যাপার বলে মনে হচ্ছে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।