কুষ্টিয়ার মিরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৩৯) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ওই শিক্ষককে আটক করা হয়।
আটক শিক্ষক কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার জাকির হোসেনের ছেলে এবং মালিহাদ ইউনিয়নের মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।
মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন চৌধুরী জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষা শেষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন।
পরে রোববার সকালে ওই শিক্ষার্থীর মা এবং শিক্ষার্থী অভিযোগ দিলে বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়। উপজেলা শিক্ষা অফিসার তিন সদস্যের একটি তদন্ত টিম পাঠান। তারা ওই শিক্ষক এবং শিক্ষার্থীকে জিজ্ঞাসা করে ঘটনার সতত্যা পান। এরপর অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।
মালিহাদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামের শিক্ষককে আটক করা হয়েছে।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]