জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে একটি বর্নাঢ্য রালী শহর প্রদক্ষিণ করে। পরে জেলা জাজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কুষ্টিয়া জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী সভাপতিত্বে আলোচনা সভায় ,জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জাকের হোসেন,, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মোহাম্মদ আবু সাঈদ সহ অন্যরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী জেলা লিগ্যাল এইড মেলা। এতে আইনগত সহায়তা সংস্থাগুলো অংশ নেয় এবং রক্ত প্রদান কর্মসূচী মাধ্যমে দিনটি পালিত হয়।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]