Shadow

কুষ্টিয়া নতুন ৩৬ জনসহ করোনা শনাক্ত ১ হাজার ছুঁই ছুঁই

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৪ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়েছে ৪৯৫  এবং মারা গেছেন ১৯ জন।

আজ রবিবার (১২ জুলাই ২০২০) রাত ১১ টায় সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ মোট ৩৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ২০৩ টি, মেহেরপুরের ১৯ টি , নড়াইলের ৬ টি , চুয়াডাঙ্গার ৪৩ টি এবং ঝিনাইদহের ৮৭ টি নমুনা ছিল। যার মধ্যে কুষ্টিয়ার ৩৬ জনের পজিটিভ ফল আসে।

নতুন আক্রান্ত ৩৬ জনের  মধ্যে পুরুষ ২৫ জন, মহিলা ১১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪২৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন। মোট ৯৭৪ জনের মধ্যে পুরুষ রোগী ৭০৬ , নারী ২৬৮।

উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত; দৌলতপুর ১২০, ভেড়ামারা ৯৩, মিরপুর ৫৬, সদর ৫২৯, কুমারখালী ১৪১, খোকসা ৩৫

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন আর মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩৫২জনের মৃত্যু হলো। বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিন মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮৩  হাজার ৭৯৫ জন।২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।  আজ নমুনা পরীক্ষা হয়েছে ১১০৫৯ টি যা গতকাল ছিল ১১,১৯৩ টি।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা। দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

  সীতাকুণ্ডে অটোরিক্সার ধাক্কায় শিশু’র মৃত্যু

আমাদের বাণী ডট কম/১২  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •