Shadow

খোকসায় নতুন তিন জনসহ মোট ৩৭ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসায় নতুন করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফসহ তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে।

আজ রবিবার (১২ জুলাই ২০২০) রাত আটটায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্ত তিন জনে মধ্যে হাসপাতালের স্টাফ তিনি একজন মহিলা এবং তার বয়স ৫০-৫৫ এর মধ্যে। বাকিদের মধ্যে একজন মহিলা এবং অপরজন পুরুষ। মহিলার বয়স ৭৫-৮০ এর মধ্যে এবং তার বাড়ি ওসমানপুর। নতুন আক্রান্ত পুরুষের বয়স ২০-৩০ এর মধ্যে এবং তার বাড়ি একতারপুর। এই মুহুর্তে তাদের মৃদু উপসর্গ রয়েছে। আক্ক্রান্ত সবাই আমাদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

নতুন করে আজ আরও ২ জন সুস্থ্য হয়েছেন। এ পর্যন্ত উপজেলাটিতে করোনা থেকে মুক্তি পেয়েছে ২৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন এক জন।

  চসিক প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন

আমাদের বাণী ডট কম/১২  জুলাই  ২০২০/পিপিএম 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •