কুষ্টিয়ার খোকসায় খোকসা থানা প্রশাসনের উদ্যোগে মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

 খোকসা থানা অফিসার ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মহা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য মোঃ সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ ওবায়দুর রহমান, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, কাজী, স্কুল , কলেজ ও মাদ্রাসার শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের বাণী/আ-আ-হ-মৃধা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।