গাজীপুর সংবাদদাতা; জেলায় মরণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জনের মৃত্যুসহ মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়ালো এবং নতুন আরো ১৬ জন কোভিড ১৯ শনাক্ত হয়েছে।
এনিয়ে এ পযন্ত ৩ হাজার ৮৬৪ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে নতুন করে ৯ জন সুস্থসহ ১৬৮০ জন সুস্থ্য হয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তরা হলো,গাজীপুর সদর ও মহানগরের ১০ জন, শ্রীপুরের এক জন , কালিয়াকৈর উপজেলায় চারজন এবং কালীগঞ্জ উপজেলায় একজন বাসিন্দা রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন কোন আক্রান্ত নেই কাপাসিয়ায় উপজেলায়।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করে জানান, একদিনে ২২৮জনের নমুনায় নতুন ১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এপযন্ত সুস্থ হয়েছেন ১৬৮০ জন এবং নতুন ১ জনের মৃত্যুসহ এপর্যন্ত ৫০ জন মারা গেছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন আর মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩৫২জনের মৃত্যু হলো। বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিন মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন। আজ নমুনা পরীক্ষা হয়েছে ১১০৫৯ টি যা গতকাল ছিল ১১,১৯৩ টি।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা। দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।
আমাদের বাণী ডট কম/১২ জুলাই ২০২০/পিপিএম