Shadow

গোবিন্দগঞ্জে আখ ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

গাইবান্ধা জেলা সংবাদদাতা; জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুটানী বাজারের পূর্ব পাশের আখ ক্ষেত হতে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, গতকাল ১৫ জুলাই বুধবার ফতুল্লাপুরের মনোহরপুর গ্রামের স্বর্গীয় সতীশ চন্দ্রর পুত্র জোতিন্দ্র (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ আখ খেতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সকালে জোতিন্দ্র  প্রতিদিনের ন্যায় ঘাস কাটার জন্য বাড়ি থেকে বেড়িয়ে যায় বলে জানান তার আত্মীয়রা । বিকাল সাড়ে ৪টার দিকে আখ ক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়

এমন খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস.আই শাহীনুর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা নং ৩৮ রেকর্ড করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

  ২৪ ঘন্টায় ৭০ জনের করোনা আক্রান্ত, ৭ বছরের শিশুর মৃত্যু

আমাদের বাণী ডট কম/১৬  জুলাই ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •