ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উন্মুক্ত মাঠে ভাতাভোগীদের যাচাই বাছায় সু সম্পন্ন করা হয়েছে। সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা ভোগীদের যাচাই বাছাই করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার, ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুমড়াবাড়িয়া ইউনিয়নের ১৩টি গ্রাম থেকে বয়স্ক ভাতার জন্য ৭১ জন, বিধবা ও স্বামী পরিত্যক্তা ২৯ জন ও প্রতিবন্ধি ২৮ জনকে বাছাই করা হয়।

এ সময় প্রায় ৮০০ ভাতা প্রত্যাশী মানুষ জড়ো হয়েছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, আমরা বয়স ও আর্থিক অবস্থা যাচাই বাছাই করে বয়স্ক ভাতার জন্য ৭১ জন, বিধবা ও স্বামী পরিত্যক্তা ২৯ জন ও প্রতিবন্ধি ২৮ জনকে বাছাই করেছি।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।