ঝিনাইদহ ওজোপডিকোর (ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী) বিদ্যুৎ বিতরণ উপ-কেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষে আগুনের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওজোপাডিকো খুলনা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিক উদ্দিনের নির্দেশে এই কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয়েছে কুষ্টিয়া জোনের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আরিফুর রহমানকে। অন্যান্য সদস্যরা হলেন খুলনার উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশিষ পাল ও কৈলাস কুমার দেবনাথ। গঠিত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের জন্য বলা হয়েছে।
জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ ওজোপডিকোর বিদ্যুৎ বিতরণ উপ-কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগে। ওই দিন বিকেল ৫ টার দিকে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনেন। রাত পৌনে ১১টা পর্যন্ত বিদ্যুৎ শুন্য ছিল ঝিনাইদহ সদর, শৈলকুপা, কালিগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর উপজেলাসহ গোটা অঞ্চল। এসময় শুরু হয় তুমুল ঝড় ও শিলা বৃষ্টি। পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়ে। বিদ্যুৎ বিহিন হয়ে পড়ে প্রায় এক লাখ গ্রাহক। তবে বিকল্প ব্যবস্থায় রাত ১১ টার পর থেকে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক রাখা হয়।
আগুন লাগার বিষয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর উপ-সহকারি পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারনে ওজোপডিকোর বিদ্যুৎ বিতরণ উপ-কেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে রাতেই ওজোপডিকো খুলনা বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালকসহ পদস্থরা ঝিনাইদহ বিদ্যুৎ গ্রীড হাউজে ছুটে আসেন। কয়েক ডজন প্রকৌশলী ও টেকনিশিয়ান রাত জেগে ক্ষতিগ্রস্ত উপ-কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের যন্ত্রপাতি মেরামতের কাজ শুরু করেন। সোমবার ভোরের দিকে বরিশাল থেকে দুইটি ফিডার প্যানেল আনা হয় এবং বেলা ২ টার দিকে নিয়ন্ত্রন কক্ষে সেগুলো বসানোর কাজ শেষ হয়।
ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিক উদ্দিন বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসার কারনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]