বুধবার রাত ১.০০টায় টঙ্গী, ঢাকা- ময়মনসিংহ সড়ক। একটি মিটিং সেরে বস সহ তার গাড়িতে ফিরছিলাম গাজীপুর হারিকেন এলাকা থেকে।
ছবিতে সামনের গাড়ি/লরীটি মাছ ব্যাবসায়ীদের। জ্যামের মাঝে হঠাৎ কয়েকজন কিশোর ড্রাম থেকে মাছ নিয়ে চম্পট।মাছ ব্যাবসায়ী দুই জন ড্রাইভারে সাথে সামনে বসে ছিলো। চুরি টের পেয়ে চিৎকার দিয়ে নেমে আসে। পরে উপরে বসে।না জানি আরো কতো গাড়ি এমন মাছ চুরির শিকার হয়ে পুঁজি খোয়ায়। টহল পুলিশ নজরে আসেনি।
ঢাকা ময়মনসিংহ রোড জ্যাম অসহনীয় দেখে মিল কামার পাড়া রোডে যায় আমার বসের গাড়ি,সেই রোডে জ্যাম আরো বেশি।নিরুপায় হয়ে আবার গাড়ি ফিরে একই রাস্তায়।অপ্রস্তুত থাকায় চুরির ছবিটি নেয়া যায়নি।চুরির ঘটনাটি কয়েক সেকেন্ডেই হয়ে যায়।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]